>Argon Laser
Argon-Laser মেশিনের সাহায্যে সাধারণতঃ রেটিনার বিভিন্ন রোগের (Diabetic Retinopathy,Vasculitis Retinae, Retinal Vein Occlusion, etc) চিকিৎসা করা হয়।
>Yag Laser
YAG-Laser মেশিনে এ Laser রশ্মির দ্বারা সাধারণত ’ছানি অপারেশন পরবর্তী অস্বচ্ছ’দূর করা হয় (YAG-Laser capsulotomy) এবং গ্লকোমা রোগীদের প্রয়োজনে (YAG-Laser Iridotomy) করা হয়।
>Laser DCR
Laser রশ্মির সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে নেত্রনালরি প্রতিবন্ধকতা দূর করাকেই Laser DCR বলা হয়। এই পদ্ধতিতেই শরীরে কাটা বা সেলাই এর প্রয়োজন হয় না।
> Lasik
LASIK (Laser Assisted in Situ Keratomileusis) চোখের চশমা বিহীন স্বচ্ছ দৃষ্টির জন্য বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অত্যাধুনিক লেজার প্রযুক্তি। এই লেজার এর সাহায্যে চোখের কর্ণিয়ার পুরুত্ব পরিবর্তন করার মাধ্যমে চোখের Refractive Error বা পাওয়ার Correction করা হয় যার ফলে চশমা বা কন্টাক্ট লেন্স ছাড়াই সম্পূর্ণ পরিষ্কার দৃষ্টি ফিরে আসে।
হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে ২০০৮ সন হইতে Microkeratome Blade I Excimer Laser (Nidek EC500) এর সাহায্যে ল্যাসিক করা হচ্ছে।
Femtosecond Laser ও Excimer Laser প্রযুক্তি ল্যাসিক করার জন্য বর্তমান বিশ্বে সর্বাধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে Microkeratome Blade এর কোন প্রয়োজন হয় না।
Femtosecond Laser ও Excimer Laser প্রযুক্তিদ্বয় একই সাথে সংযুক্ত করে লেজারের মাধ্যমে সম্পূর্ণ ল্যাসিক পদ্ধতি সম্পন্ন করার জন্য Refractive Suite ব্যবহৃত হয়।
হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে ২০১৫ জানুয়ারি মাসে বিশ্বের সর্বাধুনিক লেজার মেশিন WaveLight Refractive Suite স্থাপন করা হয়েছে।
FS200 Femto Second Laser মেশিন, EX500 Excimer Laser মেশিন স্বয়ংক্রিয় Patient Bed নিয়ে এই WaveLight Refractive Suite গঠন করা হয়েছে। চোখের কর্ণিয়াতে ল্যাসিক করার জন্য অজ্ঞান করা, ইনজেকশন দেওয়া বা ব্যান্ডেজ এর প্রয়োজন হয় না। এই ল্যাসিক পদ্ধতি উভয় চোখে প্রয়োগ করার জন্য সময় লাগে মাত্র ২০মিনিট। ল্যাসিক করার ৩০ মিনিট পর ডাক্তারের পরামর্শ পত্র নিয়ে বাসায় চলে যাওয়া যায়। প্রয়োজনে পরের দিন কাজেও যাওয়া যায়।
ল্যাসিক পদ্ধতিঃ তিনটি পর্ব
1) প্রথমত কর্নিয়ার উপর হইতে Femtosecond Laser অথবা Microkeratome Blade এর সাহায্যে পাতলা একটি স্তর উঠিয়ে কর্নিয়ার সাথেই উল্টিয়ে রাখা হয়।
2) তারপর উন্মুক্ত Stromal কর্ণিয়ার উপর Excimer Laser প্রয়োগের মাধ্যমে প্রয়োজন মত এর পুরুত্ব পরিবর্তন করা হয়।
3) সবশেষে উল্টানো উপরের পাতলা স্তর প্রতিস্থাপন করা হয়।
ল্যাসিক যারা করাতে পারেনঃ
* যাদের দূরে দেখার জন্য চশমা বা কণ্টাক্ট লেন্স প্রয়োজন হয় কিন্তু পড়তে চান না বা খালি চোখেই ভাল দেখতে চান।
* যাদের পড়ালেখা করতে বা চাকুরি করতে অথবা ¯^াভাবিক কাজ করতে চশমা বা কণ্টাক্ট লেন্স ব্যবহার অন্তঃরায়।
* যাদের বয়স ১৮ বছরের উপরে।
* যাদের দুই চোখের চশমার পাওয়ারের অনেক পার্থক্য।
ল্যাসিক করার পূর্বে করণীয়ঃ
* যারা ল্যাসিক করতে চান তারা প্রি-ল্যাসিক সহ চোখের সকল করীক্ষা করার মাধ্যমে নিশ্চিত হোন আপনার চোখে ল্যাসিক করা যাবে কিনা।
* প্রি-ল্যাসিক পরীক্ষার ৩ দিন আগেই কণ্টাক্ট লেন্স ব্যবহার বন্ধ করতে হবে এবং ল্যাসিক এর জন্য নির্বাচিত হওয়ার পর কণ্টাক্ট লেন্স ব্যবহার বন্ধ করতে হবে।
* ল্যাসিক করার দিন চোখে কাজল বা প্রসাধনি ব্যবহার করা যাবে না।
ল্যাসিক করার দিন করণীয়ঃ
* ল্যাসিক করার নির্ধারিত দিন সঠিক সময়ে ল্যাসিক সেন্টারে হাজির হতে হবে।
* অতঃপর ডাক্তারের নির্দেশক্রমে ল্যাসিক থিয়েটারে প্রবেশ করে নির্ধারিত পোশাক পরে পোষ্ট ল্যাসিক রুমে বসে বা শুয়ে অপেক্ষা করতে হবে।
ল্যাসিক করার সময় করণীয়ঃ
* ল্যাসিক পদ্ধতি প্রয়োগের সময় স্বয়ংক্রিয় বিছানায় ২০মিনিট ধৈর্য্য ধরে শুয়ে থাকতে হবে।
* কোন প্রকার ইনজেকশন ছাড়াই ব্যথা মুক্ত ভাবে ল্যাসিক করা হয়ে যাবে।
* প্রথম পর্ব Femtosecond Laser প্রয়োগ করার সময় চোখ স্থির রাখার জন্য সাদা রিং লাইট এর দিকে তাকিয়ে থাকতে হয়। অতঃপর চোখ Suction Ring লাগিয়ে পরবর্তী ৩০ সেকেন্ডের মধ্যে এই লেজার প্রয়োগ করা হয়ে যায়।
* তারপর Excimer Laser করার সময় চোখ স্থির রাখার জন্য Green Spot Light এর দিকে তাকিয়ে থাকতে হয় এবং পরবর্তী এক মিনিটের মধ্যেই লেজার করা হয়ে যায়।
* সবশেষে BSS/Saline দিয়ে চোখ পরিষ্কার করে ল্যাসিক পদ্ধতি শেষ করা হয়।
ল্যাসিক করার পর করণীয়ঃ
* ল্যাসিক পদ্ধতি সম্পন্ন হওয়ার পর পোষ্ট ল্যাসিক রুমে বিশ্রাম নিতে হয় এবং ৩০মিনিট পর ডাক্তারের পরামর্শক্রমে ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে যাওয়া যায়।
* বাসায় গিয়ে নির্দেশমত চোখে ঔষধ দিয়ে চোখ বন্ধ করে পূর্ণ বিশ্রাম নিতে হয় এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ দিতে হয়।
* পরবর্তী ৭ দিন চোখে পানি লাগানো যায় না এবং কালো চশমা ব্যবহার করতে হয়।
* ল্যাসিক করার পরের দিন চোখ করীক্ষা করার জন্য ল্যাসিক সেন্টারে আসতে হয়।
>Femto DLK
>Femto Cataract