>Optical Coherence Tomography (OCT) 2D&3D
>Angio OCT (OCTA) 3D
>Fundus Fluorescein Angiography (FFA) & Color Fundus Photography (CFP)
>Visual Field Analysis (VFA)
গ্লকোমা রোগের ’কনফার্মেশন ও অন্ধত্বের অন্যান্য নিউরোলজিক্যাল কারণ নির্ণয় ও তার বিস্তৃতি নির্ধারনে কম্পিউটারইজড ভিজুয়্যাল ফিল্ড এ্যানালাইসিসি করা হয়। কম্পিউটারাইজড ভিজুয়্যাল ফিল্ড এ্যানালাইসিসি এর জন্য বিশ্ব জুড়ে সর্বাধিক ব্যবহৃত Humphrey Visual Field Analysis Machine ব্যবহৃত হচ্ছে হারুন আই ফাউন্ডেশন হসপিটালে।
>Central Corneal Thickness (CCT)
এই পদ্ধতিতে চোখের কর্ণিয়ার পুরুত্ব নির্ণয় করা হয়। যা চোখের বিভিন্ন রিাগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়।
>Corneal Topography (CT)
এই পদ্ধতি ব্যবহার করে কর্ণিয়ার বিভিন্ন রোগ নির্ণয় করা হয়। এই পদ্ধতির জন্য বিশ্ব জুড়ে সর্বাধিক ব্যবহৃত WaveLight Oculyzer IIDiagnostic Device ব্যবহৃত হচ্ছে হারুন আই ফাউন্ডেশন হসপিটালে।
>Biometry IOL Master & Conventional
Keratometry& A-Scan মেশিনের দ্বারা ছানি অপারেশনের সময় প্রতিস্থাপিত ইন্ট্রা-অকুলার লেন্স (IOL) এর পাওয়ার (Power)অপারেশনের পূর্বেই নির্ধারণ করা হয়।
>Specular Microscopy
>Pre- Lasik
এই পদ্ধতি ব্যবহার করে কর্ণিয়ার বিভিন্ন রোগ নির্ণয় করা হয়। এই পদ্ধতির জন্য বিশ্ব জুড়ে সর্বাধিক ব্যবহৃত WaveLight Oculyzer II Diagnostic Device ব্যবহৃত হচ্ছে হারুন আই ফাউন্ডেশন হসপিটালে।
>B-Scan
আল্ট্রা সাউন্ড ওয়েভের সাহায্যে চোখের বিভিন্ন অংশের ক্রস-সেকশনাল চিত্র পাওয়া যায়। বিশেষ করে অস্বচ্ছ ’মিডিয়া’র ক্ষেত্রে রোগ নির্ণয়ে B-Scan এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
>UBM
UBM (UltrasoundBiomicroscope Machine): Ultrasound Biomicroscopy High-Resolution Imaging এর সাহায্যে চোখের বিভিন্ন অংশের ক্রস-সেকশনাল চিত্র পাওয়া যায়। যা চোখের রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের এই অত্যাধুনিক প্রযুক্তি এখন হারুন আই ফাউন্ডেশন হসপিটালে।